'বিস্ময় বালক' ভিনিসিয়াস জুনিয়র এখন মাদ্রিদের
গুঞ্জনটা এই মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল। ব্রাজিলের বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রকে নাকি দলে ভেড়ানোর সব প্রস্তুতিই সেরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৪৬ মিলিয়ন ইউরোতে ভিনিসিয়াসের সাথে চুক্তি চূড়ান্ত করেছে মাদ্রিদ। আগামী বছরের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে মাদ্রিদের ফুটবলার হয়ে যাবেন তিনি।
২০১৭ সালে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা তিনি, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। স্বভাবতই ১৬ বছর বয়সী ভিনিসিয়াসের ওপর নজর পড়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর, যার মাঝে ছিল মাদ্রিদ ও বার্সেলোনাও। তাঁকে বার্সেলোনায় ভেড়াতে স্বদেশী নেইমার কম চেষ্টা করেননি। তবে নেইমারের কথা উপেক্ষা করেই মাদ্রিদের সাথে চুক্তি সেরে ফেললেন ভিনিসিয়াস।
যদিও মাত্র ১০ দিন আগেই বর্তমান ক্লাব ফ্লেমেঙ্গোর হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছেন। গত সপ্তাহেই ক্লাবের সাথে নতুন চুক্তিও সাক্ষর করেছেন ভিনিসিয়াস। চুক্তি অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত এখানেই থাকবেন। তবে মাদ্রিদ ও ফ্লেমেঙ্গোর মাঝে সমঝোতা হলে সামনের জুনে ১৮ বছরে পা রাখার পরপরই মাদ্রিদে যেতে পারবেন।
ভিনিসিয়াসের সাথে চুক্তি করতে পেরে আনন্দিত মাদ্রিদ কর্তৃপক্ষ, “সে একজন কৌশলী এবং আক্রমণাত্মক ফুটবলার। বিশ্ব ফুটবলে সে একজন বড় মাপের উঠতি তারকা।”