হাই পারফরম্যান্স দলকেও পাকিস্তান পাঠাবে না বিসিবি
গত মাসের ২৭ তারিখে হুট করেই পিসিবি প্রধান শাহরিয়ার খান জানান , পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। এই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই দুই পক্ষের মন কষাকষি চলছে। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, জাতীয় দল তো বটেই, হাই পারফরম্যান্স দল এবং অনূর্ধ্ব ১৯ দলকেও নিকট ভবিষ্যতে পাকিস্তান সফরে পাঠানোর ব্যাপারে ভাবছে না বিসিবি।
নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ সফর বাতিল করার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, “তাঁদের ওই সিদ্ধান্তের পর থেকে আমরা এই ব্যাপারে কোনো কথা বলিনি। জাতীয় দলের পাকিস্তান সফরের তো কোনো সম্ভাবনাই নেই। আমাদের হাই পারফরম্যান্স দল এবং অনূর্ধ্ব ১৯ দলের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু পিসিবির ওই সিদ্ধান্তের পর এই সফরও আর হচ্ছে না। আমাদের দল অন্য সিরিজ খেলতে যাবে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে। কয়েক মাসের মাঝেই আমরা চূড়ান্ত সূচি ঠিক করব। কিছু সিরিজ ঘরের মাটিতেও হতে পারে।”
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশ জাতীয় দল যেন চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তান সফরে আসে। কিন্তু পাকিস্তান সফরের চেয়ে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন নাজমুল হাসান, “আমার মনে হয় ওই সময়টায় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াই উত্তম। এখন প্রচুর ক্রিকেট খেলতে হয় সবাইকে। চ্যাম্পিয়নস ট্রফির পর দেশে ফিরে তাঁরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, এরপর দক্ষিণ আফ্রিকা যাবে। তারপর বিপিএল আছে। তাই ওই ফাঁকা সময়ে বিশ্রাম দরকার। এজন্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আপাতত কিছুই ভাবছি না।”