আফগানদের বিপক্ষে এমসিসির দলে মিসবাহ-সাঙ্গাকারা
ঐতিহাসিক এক ম্যাচের জন্য অপেক্ষার প্রহর গুনছে আফগানিস্তান। ১১ জুলাই প্রথমবারের মতো লর্ডসের মাঠে ৫০ ওভারের ম্যাচ খেলবে আফগানরা। এবার জানা গেলো, এমসিসি একাদশের বিপক্ষে সেই ম্যাচে নবী-রশিদদের প্রতিপক্ষ হিসেবে থাকছেন মিসবাহ-উল-হক, কুমার সাঙ্গাকারা ও শিভনারায়ন চন্দরপলের মতো ক্রিকেটাররা।
দুই মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মিসবাহ। সাঙ্গাকারা ও চন্দরপল অবশ্য অনেক আগেই জাতীয় দলের জার্সিটা তুলে রেখেছেন। এই দুজন এখন নিয়মিত ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন। আফগানদের বিপক্ষে এমসিসির একাদশের অধিনায়ক রাখা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। এছাড়াও দলে থাকবেন ইংল্যান্ডের সামিট প্যাটেল, ক্রিস রিড, আয়ারল্যান্ডের টিম মুরটাগ, জর্জ ডকরেল এবং সারের স্টুয়ারট মেকার ও ডারহামের ক্রিস রুসওরথ।
গত এপ্রিলেই লর্ডসের এই ম্যাচ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয় আইসিসি। জুনে আইসিসির বৈঠকে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি এই ম্যাচের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।