• ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    শুরুতেই 'চমক' অধিনায়ক রুটের

    শুরুতেই 'চমক' অধিনায়ক রুটের    

    চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল শেষ। ইংল্যান্ড ব্যস্ত এখন তাদের ঘরোয়া মৌসুম নিয়ে। শুরু হয়ে গেছে ইংলিশ গ্রীষ্ম, শুরু হয়ে যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের সাদা পোশাকের লড়াইও। আগামীকাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। 
     
    ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কালকের দল ঘোষণা করে দিয়েছেন নতুন ইংলিশ অধিনায়ক জো রুট। ১২ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডলসেক্সের পেসার টবি রোলান্ড জোনস। সুযোগ পেয়েছেন হ্যাম্পশায়ারের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সঙ্গে স্পিনার হিসেবে আছেন মইন আলি, ইংল্যান্ড নামবে তাই দুই স্পিনার নিয়ে। ১৯৯৩ সালের পর প্রথমবার লর্ডসে দুই স্পিনার নিয়ে নামছে ইংল্যান্ড। 
     
    দলে ফেরা গ্যারি ব্যালান্স ফিরছেন টেস্টেও। রুটের কাউন্টি ইয়র্কশায়ার অধিনায়ক ব্যাট করবেন তিনে। রুট তাই নেমে যাবেন চার নম্বরে। সদ্য সাবেক হওয়া অধিনায়ক অ্যালেস্টার কুকের ওপেনিং সঙ্গী হবেন অভিষেকেই সেঞ্চুরি করা ডারহামের বাঁহাতি ব্যাটসম্যান কিটন জেনিংস। 
     

     

    প্রথম টেস্টের ইংল্যান্ড একাদশ

    অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, গ্যারি ব্যালান্স, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), বেন স্টোকস, মইন আলি, লিয়াম ডওসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জিমি অ্যান্ডারসন।