কোহলিদের বেতন মুশফিক-সরফরাজদের চার গুণ!
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মানা হয় তাঁদের। ভারতের ক্রিকেটারদের বেতন হয়তো একারণে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে। দুই দেশের ক্রিকেটারদের বেতনের তুলনা করলে দেখা যায়, কোহলিদের বেতন সরফরাজদের প্রায় ৪ গুণ!
২০১৭-১৮ মৌসুমের জন্য ঘোষিত বেতন কাঠামোতে দেখা যায়, চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক সরফরাজ আহমেদসহ ছয়জন ক্রিকেটারের মাসিক বেতন ধরা হয়েছে ৪ লাখ রূপি। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২ লাখ ৭৬ হাজার রূপি, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৬০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ ১০ হাজার। এদিকে মার্চে ঘোষিত ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড ‘এ’ তে থাকা কোহলিরা প্রতি মাসে পাবেন ১৬ লাখ ৬৬ হাজার রূপি। বি ও সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৮ লাখ ৩৩ হাজার ও ৪ লাখ ১৬ হাজার রূপি। এই হিসাবে যেখানে বছরে কোহলির বেতন প্রায় ২ কোটি, সেখানে সরফরাজের আয় মাত্র ৪৮ লাখ।
এদিকে গত মে মাসে বিসিবির নতুন বেতন কাঠামো অনুযায়ী ‘এ প্লাস’ শ্রেণিতে থাকা মুশফিক, সাকিব, মাশরাফি ও তামিমের মাসিক বেতন ৪ লাখ টাকা। এ শ্রেণিতে থাকা আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ অবশ্য প্রতি মাসে ৩ লাখ টাকা পাবেন। সেই হিসাবে সাকিব-মুশফিকরাও কোহলির চেয়ে বেতনের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছেন।