দ্বিগুণের কাছাকাছি হচ্ছে ক্রিকেটারদের বেতন
বেতন ভাতা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের দর কষাকষি ছিল অনেক দিন আগে থেকেই। কদিন ধরেই শোনা যাচ্ছিল বাড়তে পারে ক্রিকেটারদের বেতন। এবার বিসিবির নতুন বছরের প্রথম সাধারণ সভায় সেই সিদ্ধান্তই দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। এখন থেকে ক্রিকেটারদের বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাচ্ছে।
বিসিবি সভাপতি জানিয়েছেন, এখন থেকে গ্রেড এ+ ক্রিকেটারদের বেতন আড়াই লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে চার লাখ। গ্রেড এ ক্রিকেটারদের বেতন দুই লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ। গ্রেড বি ক্রিকেটারদের বেতন ছিল দেড় লাখ, সেটি হয়েছে দুই লাখ। গ্রেড সি ক্রিকেটারদের বেতন ১ লাখ থেকে বেড়ে হয়েছে দেড় লাখ। আর গ্রেড সি ৭৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ।
সেই সঙ্গে বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফিও। টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি ছিল দুই লাখ, সেটা হয়েছে সাড়ে তিন লাখ। ওয়ানডের জন্য এক লাখ থেকে হয়েছে দুই লাখ। টি –টোয়েন্টিতে ৭৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ২৫ হাজার হয়েছে।
তবে কতজন ক্রিকেটারদের নতুন চুক্তির আওতায় আনা হবে , সেটা এখনো পরিষ্কার করে জানাননি বিসিবি সভাপতি। আগের চুক্তিতে ১৫ জন ক্রিকেটার ছিল, সেটা বেড়ে সর্বোচ্চ ১৮ জন হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল, কোনো যোগ্যতার নিরিখে ক্রিকেটারদের গ্রেড নির্ধারণ করা হবে। এতোদিন ম্যাচের সংখ্যা বড় একটা প্রভাব ফেললেও এখন পারফরম্যান্সও বড় একটা সূচক হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সেটাও কদিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে পারেন বলে নিশ্চিত করেছেন।