• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    মন্ত্রীকে গালি দিয়ে মালিঙ্গার স্থগিত নিষেধাজ্ঞা

    মন্ত্রীকে গালি দিয়ে মালিঙ্গার স্থগিত নিষেধাজ্ঞা    

    ক্রীড়ামন্ত্রীকে বলতে গেলে ধুয়েই দিয়েছিলেন। অনুমান করাই যাচ্ছিল, লাসিথ মালিঙ্গা সহজে পার পাবেন না। বড় কোনো শাস্তি অপেক্ষা করছিল, তেমন একটা ফিসফাসও শোনা যায়নি। তবে আপাতত খুব বড় কোনো শাস্তি পেতে হচ্ছে না শ্রীলঙ্কান পেসার। ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞার সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে তাঁকে। 


    চ্যাম্পিয়নস ট্রফি থেকে শ্রীলঙ্কার বিদায়ের পরেই সমালোচনায় মুখর হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। এরপরেই বোমাটা ফাটিয়েছিলেন মালিঙ্গা, বলেছিলেন সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য লোকজন অনেক কিছুই বলে। ক্রিকেটের জ্ঞান ছাড়া কারও সমালোচনার অধিকার নিয়েও তুলেছিলেন প্রশ্ন। সেটিও বেশ চাছাঁছোলা ভাষাতেই। শ্রীলঙ্কান ক্রিকেটে এর পর ওঠে ঝড়, মালিঙ্গার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেয় বোর্ড। 


    তবে এখনই নিষিদ্ধ হতে হচ্ছে মালিঙ্গাকে। পরের ছয় মাসের মধ্যে যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে হবে তাঁকে। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা অবশ্য ঠিকই দিতে হচ্ছে। এর মধ্যেই আবার ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৩ জনের দলে। তবে মালিঙ্গা নিশ্চয় আগের ভুল আর করবেন না!