• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    ভারতকে বেশি গুরুত্ব দিতে মিয়াঁদাদের বারণ

    ভারতকে বেশি গুরুত্ব দিতে মিয়াঁদাদের বারণ    

    সেই ২০০৭-০৮ এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো পূর্ণাঙ্গ সিরিজ হয়নি। এর মধ্যে পিসিবি অনেক বারই হুমকি দিয়েছে, সিরিজ না হওয়ার জন্য বিসিসিআইয়ের বিরুদ্ধে তারা ক্ষতিপূরণের মামলা দায়ের করবে। তবে শেষ পর্যন্ত সেটা তর্জন গর্জন হয়েই থেকেছে। এবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ পরামর্শ দিলেন, ভারতের সঙ্গে সিরিজ খেলার চিন্তা বাদ দিয়ে পিসিবিকে ঘরোয়া ক্রিকেটে আরও মনযোগ দিতে।

    ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দল আসেনি। ভারতের সঙ্গে সিরিজ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক টানাপোড়েনে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। পিসিবি অবশ্য সেটি কিছুদিন পর বিসিসিআইকে মনে করিয়ে দেয়। তবে এখন তার আর দরকার দেখছেন না মিয়াঁদাদ, ‘আমার মনে হয় ভারতের সঙ্গে সিরিজের চিন্তা বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটেই আমাদের বিনিয়োগ করা উচিত। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওদের হারিয়েই আমরা ফাঁড়া কাটিয়েছি, আমি নিশ্চিত ঘরোয়া ক্রিকেটে উন্নতি করতে পারলে আরও অনেক বার আমরা সেটা কাটাতে পারব। অন্য সব ক্রিকেটীয় দেশগুলো সেটাই ভাবছে, আমরা এখানে পিছিয়ে পড়ে থাকতে পারি না।’

    মাত্রই শাহরিয়ার খানের বদলে পিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন নজম শেঠী। মিয়াঁদাদ তাঁকে কিছু পরামর্শও দিয়েছেন, ‘নতুন সভাপতির উচিত হবে ঘরোয়া ক্রিকেটের উন্নতি করার জন্য মাজিদ খানদের মতো সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ত করা।’