না শুকালে দল থেকে বাদ মালিঙ্গারা!
সরকার বনাম ক্রিকেটার। শ্রীলঙ্কান ক্রিকেটে এখন পরিস্থিতিটা এরকমই। খেলোয়াড়েরা ফিট নন বলে ক্রীড়ামন্ত্রী যে সমালোচনা করেছিলেন, লাসিথ মালিঙ্গা তাঁর কড়া জবাব দিয়েছিলেন। সেটার জন্য মাফ চেয়ে পার পাননি মালিঙ্গা, নিষেধাজ্ঞাও পেয়েছেন। যদিও আপাতত সেই নিষেধাজ্ঞা ভোগ করতে হচ্ছে না। এবার সরকার ঘোষণা দিয়েছে, তিন মাসের মধ্যে সব ক্রিকেটারকে আন্তর্জাতিক মানের ফিটনেস পেতে হবে। নইলে দল থেকে বাদ পড়তে হবে।
প্রশ্ন উঠতে পারে, দল তো নির্বাচন করেন নির্বাচকেরা, সেখানে সরকার হস্তক্ষেপ করবে কেন? চ্যাম্পিয়নস ট্রফির পর দলের ফিটনেসের অবস্থা দেখে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, দল নির্বাচনের আগে তাঁর চূড়ান্ত অনুমোদন লাগবে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দলের ১৩ সদস্যের কারোরই আন্তর্জাতিক মানের ফিটনেস নেই। সেকারণে চোটও বেশি হচ্ছে।
মন্ত্রী জানাচ্ছেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের গড় বডি ফ্যাটের পরিমাণ ২৬ শতাংশের মতো। আন্তর্জাতিক মান অনুসারে সেটা নেমে আসা উচিত অন্তত ১৬ শতাংশে। তিন মাসের মধ্যে বডি ফ্যাট এই পরিমাণের নিচে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।