• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    বাংলাদেশে ম্যাক্সওয়েলের সুসময় দেখছেন গিলেস্পি

    বাংলাদেশে ম্যাক্সওয়েলের সুসময় দেখছেন গিলেস্পি    

    টেস্ট দলে একসময় তাঁকে অপাংক্তেয়ই ভেবেছিলেন অনেকে। সাদা পোশাকে তাঁকে আবার দেখা যাবে, গ্লেন ম্যাক্সওয়েল নিজেও কি ভেবেছিলেন? ভারতের সঙ্গে আবার সুযোগ পেয়েছেন টেস্টে, রাঁচিতে সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছেন লম্বা দৌড়ের ঘোড়া হওয়ারও সামর্থ্য আছে তাঁর। বাংলাদেশ সফরেও গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে এমন কিছুই দেখতে পাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি।

    ভারতের সঙ্গে সেই সিরিজের পর আর টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশই তাদের পরের প্রতিপক্ষ। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ম্যাক্সওয়েল, তবে একাদশে থাকাটা নিশ্চিত নয় এখনো। গিলেস্পি এই অলরাউন্ডারের সাফল্যই দেখতে পাচ্ছেন সাদা পোশাকে, ‘আমি অনেক দিন ধরেই লম্বা দৈর্ঘ্যের ম্যাক্সওয়েলের ভক্ত। আমি জানি, পুরো ক্যারিয়ারজুড়েই সে ওয়ানডে-টি টোয়েন্টিই বেশি খেলেছে। এই দুই ফরম্যাটে সে দারুণ খেলোয়াড়ও। তবে আমার মনে হয় টেস্টেও সে সাফল্য পাবে। সে লেংথ খুব দ্রুত বুঝতে পারে, লম্বা সংস্করণে এটা কাজে দেবে। ‘

    সামনে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া এ দল। প্রিটোরিয়া ও পচেস্টুফ্রমে দুইটি চার দিনের ম্যাচ খেলবে। সেখানে থাকার কথা ম্যাক্সওয়েলেরও। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের জন্য এটা বড় একটা সুযোগ হিসেবেই দেখছেন গিলেস্পি, ‘নির্বাচকদের ওর যে আস্থা আছে, তার প্রতিদান দেওয়ার এটাই সুযোগ। সেখানে যাও, ভালো খেল, তাহলেই বাংলাদেশে টেস্টে খেলার জন্য তুমি নিজের দাবিটা জানিয়ে রাখতে পারবে।’ এতোদিন সেভাবে বড় দৈর্ঘ্যের ম্যাচে সুযোগ না পাওয়াকেও দায়ী করলেন গিলেস্পি, ‘আমি ওর জন্য দুর্ভাগ্যই বলব, শেফিল্ড শিল্ডে সে সেভাবে খেলার সুযোগই পায়নি। সেরকম হলে অন্য কিছুও হতে পারত।’

    এই বাংলাদেশেই ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি ছিল গিলেস্পির। ম্যাক্সওয়েল যাওয়ার কাছে তাঁর কাছ থেকে পরামর্শ নিতেই পারেন!