• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    তিন সংস্করণেই অধিনায়ক সরফরাজ

    তিন সংস্করণেই অধিনায়ক সরফরাজ    

    কদিন আগেই পাকিস্তানকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি। সরফরাজ আহমেদ এবার আরও একটা পুরস্কার পেলেন। মিসবাহ উল হকের জায়গায় পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই এবার একই অধিনায়ক পেল পাকিস্তান।

    ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মিসবাহ। পরের অধিনায়ক কে হবেন, সেটি নিয়ে তখনই শুরু হয়ে গিয়েছিল জল্পনা কল্পনা। সরফরাজকে তখন সহ অধিনায়ক করেছিল পাকিস্তান, পাল্লাটা তাঁর দিকেই বেশি হেলে ছিল। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের পর সেটি হয়ে যায় স্রেফ সময়ের ব্যাপার। গত ১৯ জুন পাকিস্তানের নির্বাচকদের বৈঠকেই ঠিক হয়, সরফরাজই হবেন সব সংস্করণের অধিনায়ক। সেই ঘোষণাই এলো আজ।


    এর মধ্যে অবশ্য নতুন টেস্ট সিরিজ খেলবে না পাকিস্তান। অক্টোবরেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হবে টেস্ট অধিনায়ক সরফরাজের।