• ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    প্রথম দিনে ইংল্যান্ড-আফ্রিকা সমানে সমান

    প্রথম দিনে ইংল্যান্ড-আফ্রিকা সমানে সমান    

    সংক্ষিপ্ত স্কোর-

    প্রথম দিনশেষে

    দক্ষিণ আফ্রিকা ৩০৯/৬ ( আমলা ৭৮, ফিল্যান্ডার ৫৪ *, ব্রড ৩/৪৭) 


    দিনের শেষ বলটা ক্রিস মরিসের ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেলো। ড্রপ খেলো জো রুটের একটু সামনেই। বোলার বেন স্টোকসের মতো খানিকটা হতাশা ছুঁলো রুটকেও। ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষভাগটা এরকম হতাশাতেই কেটেছে ইংলিশদের। ৬ উইকেটে ৩০৯ রান তুলে সমানে সমান লড়াই করেছে ফাফ ডু প্লেসির দল।

     

    দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। লাঞ্চের আগেই ফেরেন দুই ওপেনার। এলগার ৬ ও কুন ৩৪ রানে ফিরলে কিছুটা চাপে পরে দল। এরপর হাশিম আমলা ও কুইন্টন ডি ককের জুটি পরিস্থিতি ভালোই সামলেছেন। ১১৩ রানের জুটি দলকে বড় লক্ষ্যের আভাস দিচ্ছিল। ৬৮ রানে ডি কককে ফিরিয়ে ইংলিশদের স্বস্তি এনে দেন ব্রড।

    এর কিছুক্ষণ পরেই ছোটোখাটো একটা ‘ঝড়’ বয়ে যায় দক্ষিণ আফ্রিকা মিডল অর্ডারের ওপর। ৪১ রানের ব্যবধানে আমলা, ডু প্লেসি ও বাভুমাকে হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তাঁরা। নিজের ক্যারিয়ারে অষ্টম বারের মতো ব্রডের বলে প্যাভিলিয়নে ফেরেন আমলা। সেঞ্চুরি থেকে মাত্র ২২ রান দূরে থেকেই ফিরতে হয় তাঁকে। এরপর অল্প সময়ের মাঝে ডু প্লেসি, বাভুমাকে ফিরিয়েছেন স্টোকস।

     

    যখন দক্ষিণ আফ্রিকাকে ৩০০ রানের নিচেই অলআউট করার স্বপ্ন দেখছিলেন রুট, তখনই দেয়াল হয়ে দাঁড়ান ভার্নন ফিল্যান্ডার ও ক্রিস মরিস। দিনের শেষভাগে তাঁদের ৭৪ রানের জুটি দলকে বিপদমুক্ত করে। দ্বিতীয় নতুন বলটাও দারুণ সামলেছেন দুজন। অ্যান্ডারসন, ব্রডদের হতাশ করে হাঁফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ফিল্যান্ডার। দ্বিতীয় দিনে স্কোরটা আরও বড় করতেই চাইবেন দুজন।