টেস্টে আর ফেরা হচ্ছে না ডুমিনির?
প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৭ রান। পরের টেস্টে অধিনায়ক ডু প্লেসিকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছিলেন। দুদিন আগে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান জেপি ডুমিনিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ থেকেও বাদ দেওয়ার খবর আসে। এবার ডু প্লেসি বলছেন, এভাবে বাদ পড়ার পর দলে ফিরে আসাটা কঠিন হবে ডুমিনির জন্য।
সাম্প্রতিক সময়ে ব্যাটে রান নেই। অন্যদিকে দলে কড়া নাড়ছেন তরুণরা। ডু প্লেসি মনে করেন, ডুমিনিকে হয়তো শুধুমাত্র ওয়ানডেতেই দেখা যেতে পারে, “যদি সে টেস্ট দলে ফিরতে চায়, তাহলে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ডি ব্রায়েন ও এইডেন মারক্রামের মতো ব্যাটসম্যানরা আছেন দলে। ডুমিনিকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কী করবে। সে কী টেস্টে ফেরার জন্য চেষ্টা করবে না শুধু ওয়ানডের দিকেই মনোযোগ দেবে। পুরো ব্যাপারটাই তাঁর ওপর নির্ভর করছে।”
নয় বছর ধরে টেস্ট দলে আছেন, বহুবার দলের বিপদে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। ডু প্লেসির চাওয়া ডুমিনি আবারো ফিরে আসুক, “সে যে মাপের ক্রিকেটার, ভালো পারফর্ম করে আবারো দলে ফিরতে পারে। আমি চাই সে দলে ফিরে আসুক। এটা বোধহয় দক্ষিণ আফ্রিকা দলের সবাই চাইবে।”