পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে সরলো টুর্নামেন্ট
দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে শীতল যুদ্ধটা বেশ কয়েকমাস ধরেই চলছে। এবার বিসিসিআইয়ের ওপর ছোট্ট একটা ‘নৈতিক বিজয়’ পেলো পিসিবি। পিসিবির আপত্তির কারণে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে মালয়শিয়াতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
গত সপ্তাহেই টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশেষ এক সভা শেষে তাঁর দাবিই মেনে নিয়েছে এসিসি, জানালেন শেঠি, “ভারত থেকে টুর্নামেন্ট সরানোর প্রস্তাবটা কলম্বোর বৈঠকে তুলেছিলাম। সেখানে সর্বসম্মতিক্রমে এই টুর্নামেন্ট মালয়শিয়াতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সদস্যই চায়নি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা এই সিদ্ধান্তে খুশি। এখন নির্ভার হয়েই অংশ নিতে পারব।”
এদিকে খানিকটা অবাক করা ব্যাপার হচ্ছে, এসিসির এই সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেনি ভারত। সভায় উপস্থিত বিসিসিআই সভাপতি অমিতাভ চৌধুরীও সবার সম্মিলিত সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। সরাসরি অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। বাছাইপর্ব খেলে বাকি চার দলকে আসতে হবে মূল টুর্নামেন্টে।