• " />

     

    পুলে ঝাঁপ না দিয়ে 'নীরবতা পালন'

    পুলে ঝাঁপ না দিয়ে 'নীরবতা পালন'    

    সাতার শুরুর বাঁশি বাজলো। অন্য প্রতিযোগীরা পুলে ঝাঁপ দিলেন। তবে সবাইকে অবাক করে একাই দাঁড়িয়ে রইলেন ফার্নান্দো আলভারেজ। পুরো এক মিনিট দাঁড়িয়ে থাকার পরেই ঝাঁপ দিলেন। সাতার শেষে আলভারেজ জানিয়েছেন, বার্সেলোনার ওই সন্ত্রাসী হামলার নিহতদের স্মরণেই এরকমটা করেছেন।

    বুদাপেস্টে ওয়ার্ল্ড মাস্টার্সের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অংশ নিয়েছিলেন স্প্যানিশ সাতারু আলভারেজ। লা লিগাসহ অন্য লিগগুলোতে যখন নীরবতা পালন হচ্ছে, সাতার শুরুর আগে নিজ দেশে ঘটে যাওয়া ওই হামলার স্মরণে কিছু একটা করতে চেয়েছিলেন তিনিও। কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, সবাই যেন এক মিনিট নীরবতা পালন করে সাতার শুরুর আগে।

    আলভারেজের অনুরোধ রাখেনি আন্তর্জাতিক সাতার ফেডারেশন। তবে এতে পিছু হটেননি তিনি। একাই দাঁড়িয়ে স্মরণ করেছেন হামলায় হতাহতদের। প্রথমে কিছু বুঝে না উঠলেও পরে দর্শকও বুঝেছে ব্যাপারটা। 

    এক মিনিট দেরি করে শুরু করায় কোনো পদক জেতার সুযোগ হয়ে ওঠেনি। আলভারেজ বলছেন, এই নীরবতা পালন তাঁর কাছে সোনা জেতার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, “আমি এক মিনিট পরে শুরু করেছি, এটা আসলে কোনো ব্যাপার না। ওই সময় দাঁড়িয়ে থেকে আমি যা অনুভব করেছি সেটা পুরো পৃথিবীর সব সোনা জিতলেও হতো না। হয়তো ওই হামলাটা আমার শহরে হয়েছে বলে অনুভূতিটা এমন। কিন্তু সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করলে ব্যাপারটা দারুন হতো।”