'অবিচার করে আমাকে দমিয়ে রাখা যাবে না'
সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। রেফারিকে ধাক্কা দেওয়ায় রোনালদোর কপালে জুটেছিল পাঁচ ম্যাচে নিষেধাজ্ঞাও। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেও শেষ পর্যন্ত বহাল থেকেছে শাস্তি। এবার রোনালদো বলছেন, ‘অবিচার’ করে তাকে দমিয়ে রাখা যাবে না।
কর ফাঁকি দেওয়ার ঘটনা নিয়ে আগেই ক্ষুদ্ধ ছিলেন। বার্সেলোনার বিপক্ষে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগে পাওয়া ওই লাল কার্ডটাও কিছুতে মেনে নিতে পারেননি। তার প্রতি ন্যায়বিচার করা হয়নি বলেই ধারণা সিআর সেভেনের, “আরেকটি বাজে সিদ্ধান্ত দেওয়া হলো। বারবার অবিচার করা হচ্ছে আমার সাথে। তবে এসব করে আমাকে দমিয়ে রাখা যাবে না।"
Mais uma decisão incompreensível. Injustiças que nunca me derrubarão. E como sempre voltarei mais forte. Obrigado aos que me têm apoiado. pic.twitter.com/O7Et9A8Edp
— Cristiano Ronaldo (@Cristiano) August 22, 2017
২৪ সেপ্টেম্বর আলাভেসের বিপক্ষে ম্যাচে ফিরবেন রোনালদো। আগের চেয়ে আরও বেশি উদ্যমী হয়েই ফিরবেন, জানালেন রোনালদো, “আমি আগের মতোই আরও বেশি উদ্যমী হয়ে ফিরে আসব । যারা সবসময় আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ।”