এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিব
এমনিতে তারা ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা। এমসিসি শুধুই একটা নাম নয়, ক্রিকেটে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশও বটে। সেই এমসিসিরই ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন এবার সাকিব আল হাসান। ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন কমিটিতে সাকিব আছেন আরও সব বড় বড় নামের সঙ্গে।
আইসিসির পূর্ণ দশ সদস্য থেকে (আয়ারল্যান্ড ও আফগানিস্তান বাদে) আট দেশ থেকে এখন পর্যন্ত এমসিসির এ কমিটিতে প্রতিনিধিত্ব করেছেন। তারা প্রত্যেকেই সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছেন, অফিশিয়াল বা সংগঠক ছিলেন বা আছেন।
ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির লক্ষ্যপূরণে তারা সচেষ্ট থাকেন, ক্রিকেটের সার্বিক উন্নতির জন্য। সাকিবকে বিবেচনা করা হয়েছে সেদিক থেকেই। সাম্প্রতিক যে পরিবর্তন এসেছে ক্রিকেটের আইনকানুনে, সেসব এ কমিটিরই সুপারিশকৃত।
নতুন কমিটির চেয়ারম্যান হবেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং।
এমসিসির চিঠি পেয়ে সেটা ফেসবুকে প্রকাশ করেছেন সাকিব, জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি, আপনারা আমাকে এমসিসির মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড কমিটিতে বিবেচনা করেছেন বলে। এ সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।’
এমসিসির বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি
মাইক গ্যাটিং (চেয়ারম্যান)
রমিজ রাজা
সৌরভ গাঙ্গুলি
শার্লট এডওয়ার্ডস
ভিনসেন্ট ফন ডার বিল
জিমি অ্যাডামস
রড মার্শ
টিম মে
ব্রেন্ডন ম্যাককালাম
কুমার সাঙ্গাকারা
রিকি পন্টিং
সাকিব আল হাসান
ইয়ান বিশপ
কুমার ধর্মসেনা
সুজি বেটস