• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সমালোচকদের চুপ থাকতে বললেন মরিনহো

    সমালোচকদের চুপ থাকতে বললেন মরিনহো    

     

    শেষ বাঁশি বাজালেন রেফারি। ৮১ মিনিটে অ্যান্থনি মারশিয়ালের গোলে টটেনহামের বিপক্ষে ১-০ গোলে জয় নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহো তাঁর দিকে তাক করে রাখা টিভি ক্যামেরার দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে কাকে যেন চুপ করতে বললেন। জয়ের পর মরিনহো সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, এখন তাঁদের চুপ থাকা উচিত।

     

    লিভারপুলের সাথে ড্রয়ের পর হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়। শেষ দুই ম্যাচের এরকম ফলাফল মন ভরাতে পারেনি ইউনাইটেড ভক্তদের, মরিনহোকে সইতে হয়েছে অনেক সমালোচনাও। কালকের ম্যাচে ৭০ মিনিটের মাথায় মার্কাস র‍্যাশফোর্ডকে তুলে নিয়ে মারশিয়ালকে নামালে দুয়োধ্বনিতে ভরে ওঠে স্টেডিয়াম।

     

    শেষ পর্যন্ত ওই মারশিয়ালের গোলেই জয় পেয়েছে দল। জয়ের পর মরিনহো মনে করেন, দুয়ো দেওয়া ভক্তদের মুখ বন্ধ করাতে পেরেছেন তিনি, “কিছু মানুষ বেশি কথা বলে। একটু চুপ করেন, শান্ত হন। এত বেশি কথা বলার কিছু নেই। নার্ভাস হওয়ারও মতো কিছু হয়নি। অতিরিক্ত উত্তেজিত হওয়ারও কিছু নেই।”  

     

     

    ভক্তদের এরকম আচরণে একটু হতাশ মরিনহো, “মাঝে মাঝে আমি তাঁদের ব্যাপারটা বুঝি না। তাঁরা কি আদৌ রেড ডেভিলস? আমার দলের ফুটবলাররা অনেক পরিশ্রম করে, সবাই জয়ের জন্য চেষ্টা করে। এরপরও এরকম ব্যবহার হতাশাজনক। যদি ম্যাচ ড্রও করতাম তাও দলের প্রতি আমা সন্তুষ্টি থাকতো।”