• " />

     

    ১০০ বছরের পুরনো রেকর্ড ভাঙল 'অপরাজেয়' সেল্টিক

    ১০০ বছরের পুরনো রেকর্ড ভাঙল 'অপরাজেয়' সেল্টিক    

     

    রেকর্ড করতে ড্রই যথেষ্ট ছিল সেল্টিকের জন্য। সেন্ট জনস্টনের বিপক্ষে অবশ্য শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয়ই এলো। এই জয়েই দারুণ এক কীর্তি করেছে স্কটল্যান্ডের ক্লাবটি। স্কটিশ লিগে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থেকে ১০০ বছর আগে করা নিজেদের রেকর্ডই ভাঙল সেল্টিক।

     

    ১৯১৫ থেকে ১৯১৭, দুই বছরের মাঝে টানা ৬২ লিগ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল উইলি মালের সেল্টিক। ঠিক ১০০ বছর পর নিজেদের গড়া রেকর্ডই ভাঙল ব্রেন্ডন রজার্সের দল।

     

     

     

    শেষবার পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ২০১৬ সালের ১১ মে। সেবার এই সেন্ট  জনস্টনের কাছেই হেরেছিল সেল্টিক। এরপর পেরিয়ে গেছে দেড় বছর। ৬৩ ম্যাচের ৫৩ টিতে জয় পেয়েছে সেল্টিক, ৭ ম্যাচে করেছে ড্র।

     

    ১৯৭০ সালে অলিম্পিয়াকোস অপরাজিত ছিল ৫৮ ম্যাচ। ১৯৯০ সালে এসি মিলানও সমান সংখ্যক ম্যাচে অপরাজিত থাকে। ১৯০৭০ সালে বেনফিকা অপরাজিত ছিল ৫৬ ম্যাচে। পুরো ইউরোপে সেল্টিকের সামনে আছে আর দুটি ক্লাব। জিব্রাল্টারের ক্লাব লিঙ্কন রেড ইমস ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৮৮ ম্যাচে অপরাজিত ছিল। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রোমানিয়ার ক্লাব স্টিয়া বুখারেস্টের। ১৯৮০ সালে টানা ১০৪ ম্যাচে অপরাজিত থেকে অনন্য এক রেকর্ড গড়েছিল ক্লাবটি।

    এরকম একটি রেকর্ডের ভাগীদার হতে পেরে দারুণ খুশি কোচ রজার্স, "ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি উইলির সেল্টিকের কথা। তাঁরা অসাধারণ এক দল ছিল, সবকিছুই তাঁদের অর্জনে আছে। তাঁদের ছাড়িয়ে যাওয়া আমাদের সবার জন্যই অনেক গর্বের বিষয়। এটা একদিনে হয়নি, গত দেড় বছরে ফুটবলাররা দারুণ খেলেছে। আমরা এই অপরাজিত থাকার রেকর্ডটা আরও বাড়াতে চাই অবশ্যই।"