নেপালের সঙ্গে বাংলাদেশের যুবাদের জয়
এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ ২০১৭
বাংলাদেশ-নেপাল, কিনরারা
টস- বাংলাদেশ, ফিল্ডিং
নেপাল ১৬৭/৬, ৪০.১ ওভার (শেখ ৩০, পাউডেল ৪০, শারকি ৪৪, নাইম ৩/৩৩)
বাংলাদেশ ১৮১/৮, ৩৯.৫ ওভার (নাইম শেখ ৫২, আসিফ ৩৩)
ফল : বাংলাদেশ ডি-এল পদ্ধতিতে ২ উইকেট জয়ী
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
মালয়েশিয়ার কিনরারায় টসে জিতে ফিল্ডিংয়ে নিয়েছিলেন সাইফ হাসান। ৪১তম ওভারে নামে বৃষ্টি, নেপালের সংগ্রহ তখন ১৬৭। নাইম হাসান নিয়েছেন ৩ উইকেট। এরপর নেপাল আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি।
ডি-এল পদ্ধতিতে নতুন লক্ষ্য পেরুতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৪০তম ওভার পর্যন্ত। উইকেটও গিয়েছিল ৮টি। শেষ পর্যন্ত নাইম শেখের ফিফটি ও আসিফ হোসেনের ৩৩ রানের ইনিংসে ভর করে সূচনাটা জয় দিয়েই করেছে বাংলাদেশের যুবারা।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন