• " />

     

    লায়নের পাউরুটি পোড়ানোতেই মাঠে ফায়ার সার্ভিস!

    লায়নের পাউরুটি পোড়ানোতেই মাঠে ফায়ার সার্ভিস!    

    জয়ের জন্য নিউ সাউথ ওয়েলসের তখন মাত্র ১৮ রান দরকার। ব্রিসবেনের অ্যাল্যান বোর্ডার ক্রিকেট মাঠে আচমকাই বেজে উঠলো আগুন লাগার সতর্ক সংকেত। মাঠে থাকা ক্রিকেটার, আম্পায়ার সবাই ছুটে সীমানার দিকে, ড্রেসিংরুমে থাকা অন্যরাও জড়ো হলেন সেখানে। কিছুক্ষণের মাঝেই এসে পড়ল ফায়ার সার্ভিসের দুটি গাড়িও। কিন্তু আগুনটা লাগল কোথায়? খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ‘রহস্যের’ সমাধান হলো। ড্রেসিংরুমে পাউরুটি টোস্ট করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন, সেই ধোঁয়া থেকেই বেজেছে আগুনের সতর্ক সংকেত! 

     

     

     

    দলের জয় তখন অনেকটাই নিশ্চিত, ব্যাটিংয়ে নামার সম্ভাবনাও ক্ষীণ। এই সুযোগে টোস্ট বানিয়ে খাওয়ার পরিকল্পনা করেছিলেন লায়ন। বানাতে গিয়ে মাঝপথেই সেটা পুড়িয়ে ফেলেন, টোস্টার থেকে কিছুক্ষণের জন্য সরে গিয়ে খেলার স্কোর দেখছিলেন। সেই সময়েই টোস্টার থেকে বের হওয়া অতিরিক্ত ধোঁয়া ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়।

     

    প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় ম্যাচ। লায়ন অবশ্য ব্যাপারটায় মজাই পেয়েছেন, “ড্রেসিংরুমে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম টোস্ট বানাই। বানাতে গিয়ে অবশ্য পুড়ে গেলো। কিছুক্ষণের জন্য খেলা দেখতে গিয়ে ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। প্রথমবার পুড়িয়ে ফেললাম পাউরুটি, এরকম তো সবারই হয়!”

     

    ফায়ার অ্যালার্ম শুনে ফায়ার সার্ভিসের গাড়ি ডেকে আনতে হয়েছে।  লায়ন রসিকতা করে বলেছেন, এই ফোনের খরচটা সতীর্থ স্টিভেন স্মিথই বহন করবেন, “সবাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিল বোধহয়! আগুন নেভানোর গাড়িকেও ডাকা হয়েছিল। এই খরচ অবশ্য স্মিথ বহন করবে বলে আমাকে আশ্বস্ত করেছে!”