• " />

     

    ৫০ ওভারের ম্যাচে একজনই করলেন ৪৯০ রান!

    ৫০ ওভারের ম্যাচে একজনই করলেন ৪৯০ রান!    

    ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি এখন অনেকটাই ‘ডালভাত’। ডাবল সেঞ্চুরিও মাঝে সাজেই হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী শ্যেন ড্যাডসওয়েল অবশ্য ছাড়িয়ে গেলেন সবাইকেই। ঘরোয়া লিগের ম্যাচে ৪৯০ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন ড্যাডসওয়েল।

     

     

     

    পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির পুকে দলের হয়ে খেলতে নেমেছিলেন ড্যাডসওয়েল। পোচ ডর্পের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নেয় ড্যাডসওয়েলের দল। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে যেন রীতিমত ‘দানব’ হয়ে উঠলেন তিনি। প্রথম বল থেকেই চার ছক্কার ফুলঝুরি ছড়িয়েছেন। 

     

    ১৬১ বল খেলে অবিশ্বাস্যভাবে তুলে নিয়েছে ৪৯০ রান। চার মেরেছেন ২৭ টি, ছক্কা হাঁকিয়েছেন ৫৭ টি! ড্যাডসওয়েলের ইনিংসের ৪৫০ রানই এসেছে বাউন্ডারিতে, যা তাঁর মোট রানের ৯২ শতাংশ! দলের আরেক ব্যাটসম্যান রুয়ান হ্যাসব্রক ৫২ বলে ১০৪ রান রান করলে দলের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৬৭৭ রান। শেষে পর্যন্ত ৩৮৭ রানের বড় জয় পায় পুকে।

     

    আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান ভারতের রোহিত শর্মার। ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রান করেছিলেন রোহিত। ঘরোয়া লিগে অবশ্য আগেও ৪০০ করার রেকর্ড আছে। ২০১৪ সালে ভারতের শংকরুথ শ্রীরাম অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে ৪৮৬ রান করেছিলেন।