• " />

     

    জোড়া গোলের পর পুত্রের 'মুখদর্শন'

    জোড়া গোলের পর পুত্রের 'মুখদর্শন'    

     

    প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ২-০ ব্যবধানে। বিরতির সময় উইগান অ্যাথলেটিক ফরোয়ার্ড রায়ান কলক্লহ জানতে পারলেন, তাঁর গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলা অবস্থায় খবর পেলেন, বাবা হতে বেশি দেরি নেই তাঁর। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে উদযাপনটাও করলেন সেভাবেই। এরপর ঘটল এক মজার ঘটনা, সন্তানের জন্ম দেখতে স্বেচ্ছায় বদলি হয়ে জার্সি পরেই হাসপাতালে ছুটে গেলে রায়ান!

     

     

     

    ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের খেলায় উইগান মুখোমুখি হয়েছিল ডনাকেস্টারের। জোড়া গোল করে উইগানের জয় অনেকটাই নিশ্চিত করেন রায়ান। সন্তানের জন্ম দেখার জন্য তাঁর মাঠ থেকে চলে যাওয়াতে একটুও রাগ করেননি কেউ, জানালেন উইগানের সহকারী কোচ লিয়াম রিচার্ডসন, “বিরতির সময় আমরা খবর পেলাম তাঁর স্ত্রী হাসপাতালে। এটা শোনার পর থেকেই রায়ান অন্যমনস্ক ছিল। আমরা সবাই এটা বুঝতে পারছিলাম। অনেকেই হয়ত এরকম পরিস্থিতিতে খেলা শেষ করেই যেত। কিন্তু খেলার মাঝে হাসপাতালে যাওয়ার দলের কেউই কিছু মনে করেনি। এটা তাঁর জন্য বিশেষ একটা মুহূর্ত।”

     

    ম্যাচের বাকি সময় খেললে হয়ত হ্যাটট্রিকটাও পেতেন। রায়ান অবশ্য জানিয়েছেন, সন্তানের জন্ম তাঁর হ্যাটট্রিকের আফসোস দূর করেছে, “দল দারুণ খেলেছে। আমিও দুই গোল করেছি। ছেলের জন্মের পর হ্যাটট্রিকের স্বাদ পাচ্ছি হাসপাতালেই!”