বাংলাদেশের বিপক্ষেই শুরু হাথুরুসিংহের
চন্ডিকা হাথুরুসিংহে আসছেন না, জানা গেছে মাসখানেক আগেই। শ্রীলঙ্কার নতুন কোচের দায়িত্ব যে নিতে যাচ্ছেন, সেই খবরও জানা গিয়েছিল তখন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, হাথুরুসিংহেই দায়িত্ব নিচ্ছে চান্ডিমালদের। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে বাংলাদেশ সফরই হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। তার আগেই ভারতের সঙ্গে এই মাসে টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন দলের সঙ্গে। তবে বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ করতে আগামীকালই ঢাকায় আসার কথা তাঁর।
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া নিয়েও বেশ কয়েকদিন চলেছিল ঢাক গুড়গুড়। হাথুরুসিংহে প্রথম বেশ কিছুদিন বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেননি, বোর্ডও চেষ্টা করেছিল তাঁকে ধরে রাখার। পদ ছাড়ার ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই বিসিবি নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছে। এর মধ্যে হাথুরুসিংহেও মুখে কুলুপ এঁটে ছিলেন, লঙ্কান বোর্ডের সভাপতি স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সেটিই নিশ্চিত হলো আজ।
ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, হাথুরুসিংহে হতে যাচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী কোচ। তাঁর বার্ষিক বেতন সাকুল্যে হতে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার ডলার। বিসিবি থেকেও এর কাছাকাছি পরিমাণই অর্থ পেতেন। তিন বছরের চুক্তিটা আপাতত হচ্ছে ২০২০ সাল পর্যন্ত।