'দেখা হলে সেটা হবে সৌজন্য সাক্ষাত'
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর একরকম ‘হাওয়া’ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের সদ্য সাবেক হয়ে যাওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির কাছে ছিল শুধু একটা চিঠি, যাতে হাথুরুসিংহে জানিয়েছিলেন, কাজটা আর চালিয়ে যেতে চাননা তিনি। বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অবশেষে হাথুরুসিংহে এসেছেন ঢাকায়, সেটাও অবশ্য আনুষ্ঠানিকতা সারার জন্য। শ্রীলঙ্কার কোচ হিসেবে এর মাঝেই ঘোষণা করা হয়েছে তার নাম, বিসিবির কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিতেই তার আগমন।
বিসিবি সভাপতি নাজমুল হাসানও বলছেন, হাথুরুসিংহে এসেছেন শুধু আনুষ্ঠানিকতা সারতেই, ‘হাথুরুসিংহের সঙ্গে আমার এখনও কথা হয়নি। আমার জানা মতে সে এসেছে। আমাদের সিইও ও অন্য যারা পরিচালক আছে, তাদের সঙ্গে বসবে। যে আনুষ্ঠানিকতা বাকি আছে সেগুলো করবে। আমার সাথে দেখা হয়নি। সব আনুষ্ঠানিকতা শেষ হলে হয়ত আমার সাথে একবার দেখা হবে।’
যে দক্ষিণ আফ্রিকা সিরিজ ঘিরে এতো কিছু, সেটা নিয়েও কোনও কথা হয়নি বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। হাথুরুসিংহের থেকে যেহেতু কোনো রিপোর্ট পাইনি তাই কোনো কথা বলা হয়নি।’
‘ওরা (বোর্ডের অন্য কর্মকর্তা ও পরিচালকরা) কথা বলবে। ওদের সাথে কথা বলার পর যদি আমার সাথে দেখা হয় তাহলে কথা হবে। আগ্রহের কোনো ইস্যু নেই। সে আমাদের এখানে কোচ হিসেবে ছিল। সে বাংলাদেশের সফল একজন কোচ। বাংলাদেশ আজকের এ পর্যায়ে যে এসেছে, সেখানে তারও অবদান রয়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। সে যদি স্বেচ্ছাই না যেত আমরা তাকে অবশ্যই রেখে দিতাম। আমি আগেই বলেছিলাম কেউ যদি থাকতে না চায় তাহলে তাকে জোর করে রাখার প্রয়োজন নেই। আমি এখন পর্যন্ত একবারও বলিনি যে, “তুমি যেও না”। সে যখন মনস্থির করেছে এবং শ্রীলঙ্কা তাকে কোচ নিয়োগ করেছেই তাহলে তো এ ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন যেটা হবে সেটা সৌজন্য সাক্ষাৎ।’