সাকিব টেস্ট অধিনায়ক, সহকারি মাহমুদউল্লাহ
দক্ষিণ আফ্রিকা সফর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের ভবিষ্যত ছিল অনিশ্চয়তার মধ্যে। সরে যেতে হচ্ছে তাঁকে। নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। তাঁর সহকারি হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১১ সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মুশফিক। একটা সময় তিন সংস্করণেই সেই দায়িত্ব পালন করেছেন। ২০১৫ বিশ্বকাপের আগে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছিলেন, এরপর ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বও। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়কত্ব সুতোর ওপর ছিল, ছাড়তে হলো সেটিও। বাংলাদেশকে এখন পর্যন্ত ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে জয় পেয়েছেন সাতটিতে। যার মধ্যে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ও। সাকিব এর আগেও ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। ওই সফরেই ব্যাট হাতে দলকে জিতিয়েছিলেন সেন্ট জর্জেস টেস্টে। সব মিলে নয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, জয় পেয়েছেন ওই একটিই।
তামিম ইকবালের জায়গায় সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ। ২০১০ সালে প্রথমবারের মতো সহ-অধিনায়ক হয়েছিলেন তামিম। মাহমুদউল্লাহ ২০১১ সালে মুশফিক অধিনায়ক হওয়ার সময় পেয়েছিলেন সহ- অধিনায়কের দায়িত্ব, পরে তা হারিয়ে ফেলেছিলেন। তার জায়গাতেই এসেছিলেন তামিম। এবার তার জায়গায় দায়িত্ব পেলেন মাহমুদউল্লাহই।