কোহলিদের সঙ্গে আফগানিস্তানের প্রথম টেস্ট
নিজেদের প্রথম টেস্ট ম্যাচ ভারতের সঙ্গে খেলবে আফগানিস্তান, ২০১৮ সালে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, তারা আফগানিস্তানকে আতিথেয়তা দিতে রাজি। তবে তারিখ ও ভেন্যু আলোচনা করে ঠিক করা হবে পরে।
আইসিসির নতুন পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকেই নিজেদের প্রথম টেস্টের প্রতিপক্ষ খুঁজছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর আগে আইরিশরা নিশ্চিত করেছে, তাদের প্রথম টেস্টে প্রতিপক্ষ হবে পাকিস্তান, ২০১৮ সালের মে মাসে।
গেল অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল ও প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্ট্যানিকজাই মুম্বাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় টেস্টের ব্যাপারে অনুরোধ করেছিলেন। ভারতীয় বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি জানিয়েছেন, ‘সোমবার দিল্লীতে বোর্ডের সাধারণ সভায় আফগানিস্তানের প্রস্তাবে রাজি হয়েছে বিসিসিআই’।
দুবাইয়ে সপ্তাহখানেকের মধ্যেই আলোচনা করে সময়সূচি নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। ভারতের অস্ট্রেলিয়া সফরের আগেই ম্যাচটি হতে পারে।
এর আগে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্ট খেলার ব্যাপারে কথা হয়েছিল আফগানিস্তানের। আগামী বছর আরব আমিরাতে এ টেস্ট খেলতে চেয়েছিল জিম্বাবুয়ে, তাদের বাংলাদেশ সফরের আগে। তবে বিশ্বকাপ বাছাইপর্বে মনযোগ দিতে ও ক্রিকেটারদের ওপর বাড়তি বোঝা না চাপাতে পরে সেটা নাকচ করেছিল জিম্বাবুয়ে।