• " />

     

    'টি-১০ ক্রিকেটই অলিম্পিকের জন্য আদর্শ'

    'টি-১০ ক্রিকেটই অলিম্পিকের জন্য আদর্শ'    

    অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। টি-টোয়েন্টি ক্রিকেটকে আগামী অলিম্পিকের অংশ করার দাবিও উঠেছে অনেক পক্ষ থেকেই। ইংলিশ অধিনায়ক এউইন মরগান বলছেন,  টি-টোয়েন্টি নয়, টি-১০ ক্রিকেটই অলিম্পিকের জন্য আদর্শ।

     

    মরগানের মতে, সবদিক দিয়েই টি-১০ অলিম্পিকের জন্য ভালো হবে, “অলিম্পিক কমিটির কাছে টি-১০ ক্রিকেটের ব্যাপারে প্রস্তাব দেওয়া যেতে পারে। টি-টোয়েন্টি একটু দীর্ঘ ফরম্যাট হয়ে যায় অলিম্পিকের জন্য। দশ দলও যদি খেলে তাও টি-টোয়েন্টিতে অনেকদিন লাগবে। কিন্তু টি-১০ এ ৮ দিনের মাঝেই পদক নির্ধারণ করা যাবে।”

     

     

     

    টি-১০ সংস্করণের উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন মরগান, “এটা সংক্ষিপ্ত ফরম্যাট হলেও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ৯০ মিনিটের ম্যাচ, প্রতি মুহূর্তেই উত্তেজনা। পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য এটা দারুণ কাজে দেবে আইসিসির। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এটা সম্ভব নয়।”

     

    আগামী ১৪ ডিসেম্বর দুবাইতে শুরু হচ্ছে টি-১০ লিগ। বাংলাদেশের সাকিবের মতো সেখানে খেলছেন মরগানও। দর্শকদের আনন্দ দেওয়াই হবে তাঁদের প্রধান লক্ষ্য, জানালেন মরগান, “এই ফরম্যাটকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলতে হবে। যারা টিকেট কেটে খেলা দেখতে আসবেন তাঁদের বিনোদন দেওয়াই আমাদের কাজ।”