'বিবিসির' ফেরার অপেক্ষায় রোনালদো
ইনজুরি কিংবা খারাপ ফর্মের কারণে বেঞ্চে বসে থাকা, গত কয়েক সপ্তাহে বিভিন্ন কারণেই একসাথে মাঠে দেখা যায়নি তিনজনকে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন গ্যারেথ বেল, করিম বেনজেমাও একাদশে নিয়মিত হচ্ছেন। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো বলছেন, ‘বিবিসি’ এর একত্রে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনিও।
‘বিবিসি’ ফিরলে রিয়ালের জন্যই ভালো হবে, বলছেন রোনালদো, “শুধু বেনজেমা ও বেল নয়, পুরো স্কোয়াডই যখন ফিট থাকে তখন সেটা আনন্দের ব্যাপার। বিশেষ করে তাঁদের দুজনের ফেরা দলের জন্য দারুণ খবর। ক্লাব বিশ্বকাপে বিবিসিকে আবারও মাঠে দেখা গেলে সেটা ভালোই হবে!”
রাতে ক্লাব বিশ্বকাপের সেমিতে আল জাজিরার মুখোমুখি হবে রিয়াল। রোনালদোর কাছে এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ, “এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা, কারণ এটা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ। এখানে অংশ নেওয়ার জন্য আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে হয়েছে। আগেও এই ট্রফি জিতেছি রিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এবারও শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে মাদ্রিদ।”