চারদিনের টেস্টে প্রতিদিন হবে ৯৮ ওভার
ক্রিকেট ইতিহাসের প্রথম চারদিনের ম্যাচ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে, এটা জানা গিয়েছিল বেশ কয়েকদিন আগেই। বক্সিং ডেতে ‘ঐতিহাসিক’ এই ম্যাচের প্রায় দুই সপ্তাহ আগে ম্যাচের নিয়মগুলো জানিয়ে দেওয়া হলও আইসিসির পক্ষ থেকে। প্রতিদিন ৯৮ ওভার হওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন নিয়ম থাকবে এই ম্যাচে।
পাঁচদিনের টেস্টে যেখানে প্রতিদিন খেলা হয় ৯০ ওভার, দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচে প্রতিদিন মাঠে গড়াবে ৯৮ ওভার। চারদিনে মোট খেলা হবে ৩৯২ ওভার, যা পাঁচদিনের টেস্টের চেয়ে ৫৮ ওভার কম। প্রতিদিন ৯৮ ওভার পূর্ণ হওয়ার জন্য নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা বেশি খেলা হবে। দিনের প্রথম দুই সেশনে ১৫ মিনিট অতিরিক্ত সময় খেলা চালিয়ে যাওয়া হবে।
ফলো-অনের নিয়মেও এসেছে পরিবর্তন। ২০০ রানের বদলে ১৫০ রানে নেমে এসেছে ফলো-অনের হিসাব। অন্য সব নিয়ম পাঁচদিনের টেস্টের মতোই থাকছে।
দিবা রাত্রির টেস্ট হওয়ায় চা বিরতি হবে ২০ মিনিটের, ডিনার বিরতি হবে ৪০ মিনিটের। পোর্ট এলিজাবেথে ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০টায়।