• " />

     

    এক ওভারে জাদেজার ছয় ছক্কা

    এক ওভারে জাদেজার ছয় ছক্কা    

    মারকুটে ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে তাঁর কিছুটা ‘সুনাম’ ছিল আগে থেকেই। দ্রুত রানের প্রয়োজন হলে মাঝে সাজেই রবীন্দ্র জাদেজাকে নামিয়ে দেওয়া হতো। এবার ঘরোয়া ক্রিকেটে দেখা গেলো তাঁর বিধ্বংসী রূপ। এক ওভারে ছয় ছক্কা মেরে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন জাদেজা।

     

     

     

    জমনাগর জেলার হয়ে আমরেলি জেলার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে নেমেছিলেন জাদেজা। ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। ১৫ তম ওভার করতে আসা নিলাম ভামজার ওপর ঝড়টা গেছে সবচেয়ে বেশি। তাঁর এই ওভারের সব কয়টি বলেই জাদেজা মেরেছেন ছয়। সব মিলিয়ে জাদেজার ইনিংসে ছিল ১০টি ছয় ও ১৫ টি চার, ৬৯ বলে ১৫৪ রান করেন তিনি।

     

    এক ওভারে ছয় ছক্কা মারা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হলেন জাদেজা। ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারের ছয় বলেই ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং।

     

     


     

    প্রথমবার এই কীর্তি করেছিলেন স্যার গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে কাউন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে এক ওভারের সবগুলো বলে ছয় মারেন এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে এক ওভারে ৬ ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস।

     

    এক ওভারে না হলেও টানা ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি আছে দুইজনে র। নটিংহ্যামশায়ারে হয়ে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও হংকং টি-টোয়েন্টি ব্লিটজ টুর্নামেন্টে পাকিস্তানের মিসবাহ-উল- হক দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন।