• " />

     

    অস্ট্রেলিয়ায় হিউজের নামে সেতু

    অস্ট্রেলিয়ায় হিউজের নামে সেতু    

    তিন বছর আগে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন পরপারে। ফিলিপ হিউজ অবশ্য না থেকেও আছেন অস্ট্রেলিয়া দলে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাঁর স্মরণে আছে নামফলক। নিজ শহর ম্যাকসভিলে এবার একটি সেতুর নামকরণ করা হয়েছে হিউজের নামে।

     

    নিউ সাউথ ওয়েলসের প্যাসিফিক হাইওয়ে সেতুর নাম হিউজের নামে রাখার ঘোষণা দেন সেখানকার মন্ত্রী মেলিন্ডা পাভেয়, “ম্যাকসভিলের তরুণদের কাছে হিউজ আদর্শ। তাঁর মৃত্যু অস্ট্রেলিয়ার ক্রিকেট ও ভক্তদের খুব বেশি কষ্ট দিয়েছিল। সময়ের আগেই চলে গেছে সে। তাঁর স্মরণে আমরা এটুক তো করতেই পারি!”

     

    রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি হিউজের পরিবারসহ স্থানীয় লোকজনও। সেতুটি উদ্বোধনের কথা আছে হিউজের পরিবারের।

     

    ২০১৪ সালে মাত্র ২৫ বছর বয়সেই মাথায় বল লাগার ঘটনায় মারা যান হিউজ।