টি-১০ লিগ জিতলেন সাকিব
সংক্ষিপ্ত স্কোর-
পাঞ্জাবি লিজেন্ডস ১০ ওভারে ১২০/৩ ( লুক রঙ্কি ৭০)
কেরালা কিংস ৮ ওভারে ১২১/২ ( মরগান ৬৩)
ফলাফল- কেরালা ৮ উইকেটে জয়ী
বিপিএল, আইপিএলের শিরোপা আগেই জিতেছেন। টি-১০ লিগের প্রথম আসরের শিরোপার স্বাদটাও পেলেন সাকিব আল হাসান। শারজাহর ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়ে টি-১০ লিগ জিতেছে সাকিবের কেরালা কিংস।
টসে জিতে বোলিং নেওয়া কেরালার হয়ে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি সাকিব। ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম ওভারে দিয়েছেন ১০ রান। নিজের দ্বিতীয় ওভারে হজম করতে হয়েছে ২ টি ছয় ও একটি চার। ২ ওভারে সব মিলিয়ে দিয়েছেন ৩১ রান, পাননি কোনো উইকেট। ১০ ওভার শেষে পাঞ্জাবি লিজেন্ডস করে ৩ উইকেটে ১২০ রান, সর্বোচ্চ ৭০ রান করেন লুক রঙ্কি।
জবাবে এউইন মরগান ও পল স্টিরলিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেরালা। স্টিরলিং করেন ২৩ বলে ৫২, মরগান করেছেন ২১ বলে ৬৩। এই দুজনের কল্যাণেই ব্যাটিং পাওয়া হয়নি সাকিবের।