• " />

     

    'শ্রীলঙ্কা সিরিজের আগেই আসতে পারেন ব্যাটিং উপদেষ্টা'

    'শ্রীলঙ্কা সিরিজের আগেই আসতে পারেন ব্যাটিং উপদেষ্টা'    

    শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন হেড কোচ নিয়োগ নিয়ে বিসিবির তাড়াহুড়ো নেই,এটা জানা গিয়েছিল আগেই। সে কথাটাই নতুন করে বললেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে জানুয়ারির এ সিরিজের আগেই আসতে পারেন ব্যাটিং উপদেষ্টা। সেটা কে, তা নিশ্চিত না করলেও নাজমুল ইঙ্গিত দিয়েছেন, দুই-একদিনের মাঝেই ঘোষণা আসতে পারে এ সংক্রান্ত। 

    থিলান সামারাবিরা চলে যাওয়ার পর ব্যাটিং কোচ বা উপদেষ্টা নেই বাংলাদেশের। আজকেই একজন ‘বিশ্ব ক্রিকেটের বড় নাম’-এর কাছ থেকে ই-মেইল পেয়েছে বিসিবি। তিনি আগ্রহ প্রকাশ করেছেন মূলত সিরিজ ধরে ধরে কাজ করার, ‘সেও বলেছে, “আসলে পুরো সময় ব্যাটিং উপদেষ্টার দরকার নেই তোমাদের। আমারও দরকার নেই পুরো বছরজুড়ে কাজ করার।” সেক্ষেত্রে একটা সিরিজের আগে বা আন্তর্জাতিক ক্রিকেটের মাঝখানে সে কাজ করবে।’

    রিচার্ড পাইবাস, ফিল সিমন্স এর মাঝেই প্রধান কোচের সাক্ষাতকার দিয়ে গেছেন। সাক্ষাতকার প্রক্রিয়া চলছে, সামনে আসবেন আরও কয়েকজন, 'প্রধান কোচ এখনও চূড়ান্ত হয়নি। এখনও কথাবার্তা চলছে। আজকেও হয়েছে। আগামী কিছুদিনের মাঝে আরও কয়েকজন আসবে, এইটা নিশ্চিত। কিন্তু কাকে নেওয়া হবে, সেটা ঠিক করা হয়নি। আমরা যেটা করেছি, দুইজনের সাক্ষাতকার হয়ে গেছে। কয়েকজন আবার অন্য কয়েকটা জায়গায় সম্পৃক্ত। তারা সে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগে আসতে পারছে না। আমাদের যারা আছে, খেলোয়াড়দের সঙ্গে বসে পরিকল্পনা করেছি। সামনের সিরিজটা নিজেরাই সামলিয়ে নিব। অনেকেই আগ্রহী, আমরা দেখছি। আসলে যাকে নিব, তাকে তো আমাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।' 

     

     

    তবে গ্যারি কারস্টেনকে প্রধান কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নাজমুল। কারস্টেন বাংলাদেশে আসলেও আসবেন কোচদের উপদেষ্টা হিসেবে। সেক্ষেত্রে তার কাজ শুধু জাতীয় দল নয়, হবে পুরো ক্রিকেট কাঠামো নিয়েই। আপাতত বিগব্যাশ নিয়ে ব্যস্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। সামনে আইপিএলেও তাকে নিয়োগ করতে পারে ব্যাঙ্গালোর। 

    'কারস্টেন আসলে বিগব্যাশ ও আইপিএলে যুক্ত, সে ওটা ছেড়ে হেডোকোচ হতে ইচ্ছুক নয়। যদি ওই সময় ছেড়ে দিতাম, তাহলে হয়তো সে বিবেচনা করতে পারতো। তবে সেটা তো আমরা করতে পারি না। যদি সে সময় আমাদের সিরিজ থাকে? আমাদের হেড কোচ আমরা অন্য জায়গায় দিব না, আমাদের সিদ্ধান্ত এটাই। বাকি সময়টা সে আমাদেরকে দিতে ইচ্ছুক, আমরাও তার সার্ভিস নিতে ইচ্ছুক। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা করা দরকার, সেটা সে করবে। তার কাজের সময়ব্যাপী তার সঙ্গে কথা বলে ঠিক হবে। আর যদি আসে তবে আসবে ফেব্রুয়ারির পর।'