• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন রোহিত

    মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন রোহিত    

    টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ডেভিড মিলারের সঙ্গী এখন রোহিত শর্মা। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক। ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি তার। 

    ২৩ বলে করেছিলেন প্রথম ফিফটি, পরের ফিফটি করতে তাই রোহিত নিয়েছেন মাত্র ১২ বল। এর মাঝে থিসারা পেরেরাকে এক ওভারেই মেরেছেন চার ছয়। ৩০ বলে ৭৩ রান থেকে এক ধাক্কাতেই তাই পৌঁছে গেছেন ৯৭ রানে। মিলারের রেকর্ডে ভাগ বসাতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে লাগতো তিন রান, রোহিত এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন চার। 

    এর আগে বাংলাদেশের সঙ্গে অক্টোবরেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন ডেভিড মিলার। তিনি ভেঙ্গেছিলেন রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড। 

    কদিন আগেই ওয়ানডে সিরিজে রোহিত-রোলারে চাপা পড়েছিল শ্রীলঙ্কা। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। 

    দুশমন্ত চামিরাকে আপার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন রোহিত। সেঞ্চুরির পর থেকেই ধারাভাষ্যকাররা টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরি নিয়েও কথা বলছিলেন। সেটা হয়নি, অ্যারন ফিঞ্চের ১৫৬ রানের রেকর্ডও অক্ষত আছে তাই। তবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস এখনই তারই, ১১৮ রান। এ ইনিংসে ১২ চারের সঙ্গে রোহিত মেরেছেন ১০টি ছয়।