• " />

     

    বিসিবির কারণে বেঁচে গেলেন শাহাদাতরা

    বিসিবির কারণে বেঁচে গেলেন শাহাদাতরা    

    উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছিলেন। তবে বিসিবির অনাপত্তিপত্র না পেয়ে খেলতে যেতেন পারেননি বাংলাদেশের চার ক্রিকেটার। জানা গেলো, টুর্নামেন্ট বাতিল হয়ে ২০ পাকিস্তানি ক্রিকেটারসহ অনেকেই আটকা পড়েছেন সেখানে!

     

    শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন ও সৈকত আলীর কাছে এসেছিল উগান্ডায় ‘আফ্রো-টি-টোয়েন্টি কাপ’  খেলতে যাওয়া প্রস্তাব। ‘আকর্ষণীয়’ বেতনের কথা শুনে বিসিবির কাছে খেলার অনুমতিও চেয়েছিলেন তাঁরা। শাহাদাত হোসেন জানিয়েছেন, বিসিবি তাঁদের তখনই সতর্ক করেছিল যে, এই টুর্নামেন্টে খেলতে গেলে শাস্তির মুখোমুখি হতে হবে।

     

     

     

    অনুমতি না পাওয়ায় উগান্ডার কাম্পালায় যাওয়া হয়নি চারজনের। তবে এই না যাওয়াই শাপে বর হয়েছে তাঁদের জন্য। টুর্নামেন্ট শুরুর দুই দিনের মাথায় ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়াকে কেন্দ্র করে বাতিল করা হয়েছে টুর্নামেন্ট। শুধু তাই নয়, ক্রিকেটারদের ফেরার টিকেট বাতিল হয়েছে, বাতিল করা হয়েছে দেশটির সব ট্রাভেল এজেন্সিকেও।

     

    এই ঘটনায় কাম্পালায় আটকা পড়েছেন সাইদ আজমলসহ ২০ জন পাকিস্তান ক্রিকেটার। পারিশ্রমিকের ৫০ শতাংশ দাবি করলেও তাঁদের কোনো টাকা দিতে রাজি নয় উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্রুতই সমস্যার সমাধান করে ক্রিকেটারদের দেশে ফেরত আনার ব্যবস্থা করবেন তাঁরা।