ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজের প্রাথমিক দলে মিঠুন, আরিফুল, রাহিরা
ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। বিপিএলে আলো ছড়ানো মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হকরা আছেন এ দলে। এইচপি দল থেকে আছেন মেহেদি হাসান। জাতীয় লিগে দুইটি ডাবল সেঞ্চুরি করা ওপেনার এনামুল হক বিজয়ও আছেন এ তালিকায়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান, তানভীর হায়দার, মুক্তার আলি ও সাকলাইন সজীব।
২৭ ডিসেম্বর মিরপুরে প্রাথমিক এই স্কোয়াডের ক্যাম্প শুরু হবে।
১৫ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে দুইটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি,, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদি হাসান, সাইফউদ্দিন।