• " />

     

    আগুয়েরোর 'সেঞ্চুরি'তে সিটির বড় জয়

    আগুয়েরোর 'সেঞ্চুরি'তে সিটির বড় জয়    

    ২২ আগস্ট, ২০১৭। এভারটনের বিপক্ষে নতুন ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম 'হোম' ম্যাচে ড্র করে বসল ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুতেই হোঁচট খাওয়ায় বেশ সমালোচনাও সইতে হয়েছিল পেপ গার্দিওলার দলকে। এভারটনের বিপক্ষে সেই ড্র-এর পর থেকেই যেন রীতিমত অদম্য হয়ে উঠেছে সিটি। ০১-০২ মৌসুমে আর্সেনালের গড়া ইপিএল-এ টানা ম্যাচ জয়ের রেকর্ডটাও (১৪) নিজেদের করে নিয়েছে 'সিটিজেন'রা। তারই ধারাবাহিকতায় আজ বছরের শেষ 'হোম' ম্যাচটাও বড় এক জয় দিয়েই স্মরণীয় করে রাখল সিটি। বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে গার্দিওলার দল। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সেই সাথে ইতিহাদ স্টেডিয়ামে গোলের 'সেঞ্চুরি'টাও পূরণ করেছেন 'কুন'। সিটির অন্য গোল দুটি এসেছে রহিম স্টার্লিং এবং দানিলোর পা থেকে।

     

    টেবিলের তলানীতে থাকা বোর্নমাউথের বিপক্ষে গোলের সূচনা করেন আগুয়েরোই। ম্যাচের ২৭ মিনিটে ফার্নান্দিনহোর চিপ করা পাসে হেড করে ইতিহাদ স্টেডিয়ামে গোলের 'সেঞ্চুরি' পূরণ করেন এই আর্জেন্টাইন। ব্যবধান দ্বিগুণ করতে সিটিকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ম্যাচের ৫৩ মিনিটে আগুয়েরোর পাস থেকেই গোল করেন স্টার্লিং। বড় ব্যবধানে হারলেও পুরো ম্যাচেই দারুণ কিছু সেভ করেছেন বোর্নমাউথ গোলরক্ষক আসমির বেগোভিচ।

     

     

    কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে বার্নার্দো সিলভার ক্রস থেকে এই বসনিয়ান গোলরক্ষককে ঠিকই আবারও পরাস্ত করেন আগুয়েরো। ম্যাচের শেষদিকে ৮৫ মিনিটে স্টার্লিং*এর পাস থেকে বোর্নমাউথের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানিলো।

     ১৯৮২ সালে লিভারপুলের পর ইংলিশ লিগে এক বছরে গোলের 'সেঞ্চুরি' করল গার্দিওলার সিটি। লিগের ১৯ রাউন্ডের খেলা শেষে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও সুসংহত করল সিটি। টেবিলের দুই নম্বর স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন গিয়ে দাঁড়াল ১৪-তে। 

    সিটি জিতলেও এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিকে।