ফেরাটা স্মরণীয় করে রাখতে চান ডি ভিলিয়ার্স
প্রায় দুই বছর ধরে সাদা পোশাকে দেখা যায়নি তাঁকে। আদৌ আর টেস্টে ফিরবেন কিনা, সেটা নিয়েও ছিল নানা জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামবেন এবি ডি ভিলিয়ার্স। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের দিবারাত্রির টেস্টে মাঠে নামার আগে ডি ভিলিয়ার্স বলছেন, সাদা পোশাকে ফেরাটা স্মরণীয় করে রাখতে চান।
ইনজুরির সাথে লড়াইটা চলছে বেশ কয়েক মাস ধরেই। ওয়ানডেতে খেললেও স্বেচ্ছায় দূরে ছিলেন টেস্ট সিরিজগুলো থেকে। সেই সময় অনেকেই বলেছিলেন, ডি ভিলিয়ার্সের উচিত হবে টেস্ট ছেড়ে সংক্ষিপ্ত ফরম্যাটেই মনোযোগ দেওয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টকে সামনে রেখে এবি বলছেন, দীর্ঘদিন এই ফরম্যাটে না খেললেও কোনো সমস্যা হবে না তাঁর, “যেকোনো ফরম্যাটের সাথে যেকোনো সময় মানিয়ে নিতে পারি আমি। গত ছয় মাসে নিজেকে ফিট রাখার জন্য অনেক পরিশ্রম করেছি। জুলাই থেকে লাল বলে খেলছি ঘরোয়া লিগে। গোলাপি বলেও অনেক অনুশীলন হয়েছে। তবে ম্যাচের ব্যাপারটা ভিন্ন। আশা করি ভালোভাবেই ফিরব এই ফরম্যাটে।”
আগামী বছরের শুরুতেই ভারতের বিপক্ষে সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার। সবকয়টি সিরিজেই খেলতে চান ডি ভিলিয়ার্স, “এখন সব ফরম্যাটেই নিয়মিত হয়ে চাই। সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ আছে। এক নাম্বার দল হতে হলে সেগুলোর প্রত্যেকটায় ভালো করতে হবে।”