• " />

     

    হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

    হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব    

    বিদায় নিচ্ছে ২০১৭। প্রতিবারের মতো এবারও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশ নির্বাচন শুরু হয়ে গেছে। অন্যদের মতো ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দিয়েছেন নিজের পছন্দের একাদশ। তাঁর নির্বাচিত ওয়ানডে একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

     

     

     

    ২০১৭ সালে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৪ ম্যাচে ৩৫.৮৩ গড়ে করেছেন ৪৩০ রান।  সেঞ্চুরি পেয়েছেন একটিই, সর্বোচ্চ ইনিংস ছিল ১১৪ রানের। হাফ সেঞ্চুরি করেছেন ৩টি, স্ট্রাইক রেট ৮২.৫৩।

     

    বল হাতে অন্য বছরের তুলনায় এবার খানিকটা পিছিয়ে ছিলেন সাকিব। ১৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৫০। পাঁচ উইকেট পাননি একবারও। তবে হার্শা ভোগলে বলছেন, একাদশকে শক্তিশালী করার জন্যই সাকিবের মতো অলরাউন্ডারকে দলে নিয়েছেন।

     

    হার্শা ভোগলের ২০১৭ সালের সেরা ওয়ানডে একাদশের প্রথম তিনজনই ভারতীয়। ওপেনিংয়ে আছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান, ৩ নম্বরে আছেন ভিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), ইংল্যান্ডের বেন স্টোকস, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ভারতের যশপ্রিত বুমরাহ, ইংল্যান্ডের লিয়াম প্ল্যানকেট ও পাকিস্তানের হাসান আলী।