৩০ বছর পর ফুটবল ফিরছে সোমালিয়ায়
গৃহযুদ্ধে টালমাটাল পুরো দেশ। যেখানে জীবনের নিরাপত্তা নিয়েই দিনের বেশিরভাগ সময় ভাবতে হয়, সেখানে ফুটবল খেলাটা বিলাসিতা ছাড়া কিছু না। সোমালিয়ার মানুষ তাই ভুলেই গিয়েছিল ঘরের মাটিতে ফুটবল উপভোগ করা। দেশটির ফুটবল ফেডারেশন শোনালো সুখবর, প্রায় ৩০ বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবল ফিরছে সেখানে।
১৯৮৮ সালে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে উগান্ডার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল সোমালিয়া। গৃহযুদ্ধ শুরুর পর অনেকটা যাযাবর হয়ে গেছেন তাঁরা। ইথিওপিয়া, জিবতিসহ বেশ কয়েকটি দেশকে ‘হোম’ ভেন্যু হিসেবে ব্যবহার করেছেন। ঘরোয়া ফুটবলেরও বেহাল দশা। গৃহযুদ্ধের প্রভাবঅনেকটা কমে আসায় আবারও নিজেদের মাটিতে খেলতে চায় দলের সবাই।
সোমালিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সাইদ আরব বলছেন, দেশের মানুষের জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, “আমাদের দেশের পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক শান্ত। তাই আগামী বছর থেকেই দেশের মাটিতে ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা করব। দেশের মানুষ চায় এখানে খেলা হোক, এটা তাঁদের অধিকারও বটে।”
আগামী বছর বেশ কয়েকটি পূর্ব আফ্রিকান দেশকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাবে সোমালিয়া।