• " />

     

    একই ম্যাচে লাল কার্ড দেখলেন বাবা-ছেলে!

    একই ম্যাচে লাল কার্ড দেখলেন বাবা-ছেলে!    

     

    দলের কাউকে লাল কার্ড দেখিয়ে বের করে দিলে রেফারির ওপর স্বাভাবিকভাবেই রেগে যান কোচ। আর সেই কার্ড দেখা ফুটবলার যদি নিজের ছেলে হয়, রাগের মাত্রাটা হয়ত একটু বেড়েই যায়! ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের এক ম্যাচে ফরেস্ট গ্রিন দলের চার্লি কুপারের লাল কার্ড দেখার প্রতিবাদ করায় কার্ড দেখেছেন তাঁর বাবা কোচ মার্ক কুপার।

     

     

     

    ওয়েকম্ব ওয়ান্ডারাসের বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে বাজেভাবে ফাউল করেন চার্লি। ওয়েকম্বের ফুটবলাররা এতে মোটেও খুশি হতে পারেননি। দুই দলের ফুটবলারদের মাঝে কথা কাটাকাটির পর হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হয়েছিল।

     

    রেফারি অ্যান্থনি কগিন্স চার্লিকে সরাসরি লাল কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তের সাথে একদমই একমত হতে পারেননি ফরেস্ট গ্রিন কোচ মার্ক। ডাগআউট থেকে রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাঁকেও কার্ড দেখিয়ে দর্শক সারিতে চলে যাওয়ার নির্দেশ দেন রেফারি। বাকি সময়টা মুখ গোমড়া করেই খেলা দেখেছেন। 

     

    শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে চতুর্থ বিভাগের তলানিতে রইল ফরেস্ট গ্রিন।