ব্যাটিং বিপর্যয়ে আফগানদের কাছে হারল সাইফরা
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৪৮.২ ওভারে ২০৬ ( আজমাতউল্লাহ ৮১, হাসান ৪/ ৪৬)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪১.৪ ওভারে ১৫০ ( পিনাক ৫৪, নাভিন ৪/৪২)
ফলাফল- আফগানিস্তান ৫৬ রানে জয়ী
নিউজিল্যান্ডে বিশ্বকাপ মিশনে গিয়ে প্রথম দুই আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ওটাগো এ দলের কাছে হেরেছিল তাঁরা। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচেও জয় পেল না বাংলাদেশের যুবারা। ক্রাইস্টচার্চে আফগান তরুণদের দুর্দান্ত বোলিংয়ে ৫৬ রানে হেরেছে সাইফ হাসানরা।
পিনাক ঘোষদের সামনে লক্ষ্যটা তেমন বড় ছিল না। ২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাইম শূন্য রানে ফিরলেও পিনাক-সাইফ জুটি স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন। তাঁদের ৭৭ রানের জুটি সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার কিছুক্ষণের মাঝে কায়েস আহমেদের বলে পিনাক ফেরার পরেই বদলে যায় দৃশ্যপট। বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪৪ রানের ব্যবধানে। পিনাক ও সাইফ ছাড়া দুই অংক ছুঁতে পারেননি দলের কেউই। ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়ে আফগান বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন নাভিন-উল-হক।
টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ২০৬ রান। আজমাতউল্লাহর ৮১ ও বাহির শাহের ৪৪ রানের কল্যাণে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলের স্কোরকে মোটামুটি সম্মানজনক অবস্থায় পৌঁছায়। হাসান মাহমুদ নেন ৪ টি উইকেট, রবিউল হক পেয়েছেন ৩টি।