• নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ
  • " />

     

    ৭৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

    ৭৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তান    

     

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড  ৫০ ওভারে ২৫৭ ( উইলিয়ামসন ৭৩, রাইস ৩/৫১)

    পাকিস্তান ২৭.২ ওভারে ৭৪ ( রাইস ১৬, বোল্ট ৫/১৭)

    ফলাফল- নিউজিল্যান্ড ১৮৩ রানে জয়ী

    ম্যান অফ দ্যা ম্যাচ- ট্রেন্ট বোল্ট

     

    ম্যাচে তখন ‘টানটান উত্তেজনা’। না, জয় পরাজয়ের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত আসেনি। ওয়ানডে ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাবে কী যাবে না, সেটাই ছিল ‘মিলিয়ন ডলারের’ প্রশ্ন! শেষ পর্যন্ত সেই লজ্জা পেতে হয়নি সরফরাজ আহমেদের দলকে। ট্রেন্ট বোল্টের বোলিং তোপে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।

     

     

     

    ০,২,৮,০,৩,০; পাকিস্তানের প্রথম ৭ ব্যাটসম্যানের ছয়জনের রানের অবস্থা হলো এই। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারের মাঝেই ১৬ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। বোল্ট, লকি ফারগুসনের বল ভালমতো ব্যাটেই লাগাতে পারছিলেন না ব্যাটসম্যানরা।

     

    সরফরাজ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও লাভ হয়নি। ৩২ রানে যখন ৮ উইকেট হারায় পাকিস্তান, ইতিহাসের সর্বনিম্ন স্কোরের(৩৫ রান) জিম্বাবুয়ের ১৪ বছরের পুরনো রেকর্ডটি আজ ভেঙ্গেই যাবে মনে হচ্ছিল।

     

    পাকিস্তানকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করেন দুই টেলএন্ডার। মোহাম্মদ আমির ও রুম্মান রাইসের দুটি সাহসী ইনিংস দলকে বিপদমুক্ত করলেও বড় পরাজয় এড়াতে পারেনি। ১৮৩ রানের জয় নিয়ে সিরিজে ৩-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এটা পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর। 

     

    দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসন ও রস টেলরের ফিফটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল নিউজিল্যান্ড। তবে শেষ ১০ ওভারে রুম্মান রাইস ও হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে ২৫৭ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৪৭ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছে কিউইরা।