• নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ
  • " />

     

    ধবলধোলাই হলো পাকিস্তান

    ধবলধোলাই হলো পাকিস্তান    

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড ২৭১/৭ ( গাপটিল ১০০, রাইস ৩/৬৭)

    পাকিস্তান ২৫৬ ( হারিস ৬৩, হেনরি ৪/৫৪)

    ফলাফল- নিউজিল্যান্ড ১৫ রানে জয়ী


     

    সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছিল দুই ম্যাচ আগেই। শেষ ম্যাচটা ছিল শুধুই ধবলধোলাই থেকে বাঁচার লড়াই। ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ওয়ানডেতেও হতাশাই সঙ্গী হলো পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে হেরে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে সরফরাজ আহমেদের দল।

     

     

     

    ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যেতে পারত ১০০ রানের মাঝেই। ৫৭ রানে ৫ উইকেট হারানো দলকে বিপদ থেকে উদ্ধার করে হারিস সোহেল ও শাদাব খানের ১০৫ রানের জুটি। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এই দুজন দুই ওভারের ব্যবধানে ফিরলে আবারও চাপে পড়ে পাকিস্তান। শেষের দিকে আমির ইয়ামিন ও মোহাম্মদ নওয়াজ কিছুটা চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি।

     

    ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭১ রান তোলে নিউজিল্যান্ড। ১০০ রান করে ফেরেন গাপটিল। তাঁকে ভালো সঙ্গ দিয়েছেন রস টেলর।

     

    ওয়েস্ট ইন্ডিজকে সব ফরম্যাটে ধবলধোলাইয়ের পর পাকিস্তানকেও হোয়াইটওয়াশ করল কেন উইলিয়ামসনের দল।