সব ফরম্যাটে আলাদা কোচ চান মরগান
সময়ের সাথে বদলাচ্ছে ক্রিকেট। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দলগুলোর স্কোয়াড ও পরিকল্পনাতেও আসছে ভিন্নতা। তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কের চলটা অনেক আগেই শুরু হয়েছে।ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বলছেন, তিন ফরম্যাটের জন্য এখন আলাদা কোচ নিয়োগের সময় এসেছে।
বর্তমান কোচ ট্রেভর বেয়লিসের দায়িত্ব নেওয়ার আগে কিছুদিনের জন্য টেস্ট ও ওয়ানডে-টি-টোয়েন্টিতে আলাদা কোচ রেখেছিল ইংল্যান্ড। টেস্ট দলের দায়িত্বে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, সংক্ষিপ্ত ফরম্যাট দেখতেন অ্যাশলি জাইলস। দুজনের বিদায়ের পর আবারও এক কোচের পুরনো রীতিতে ফেরত আসে দল।
মরগান বলছেন, ‘এক দল এক কোচ’ রীতির দিন ফুরিয়ে আসছে, “আমার মনে হয় খুব দ্রুতই এরকমটা হবে। আগামী ১০ বছরে ক্রিকেট আর পরিবর্তিত হবে। প্রত্যেক ফরম্যাট এত বেশি ভিন্ন হয়ে যাচ্ছে সময় গড়ানোর সাথে সাথে। সব ফরম্যাটে আলাদা কোচ থাকলে আমার কোনো আপত্তি থাকবে না। অন্যদেরও আশা করি থাকবে না।”
২০১৯ সালের বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন বর্তমান ইংল্যান্ড কোচ বেয়লিস।