ইংল্যান্ডের কোচ হতে চান ফ্লিনটফ
ইয়ান বোথামের যোগ্য উত্তরসূরি ভাবা হতো তাঁকেই। ২০০৫ সালের সেই মহাকাব্যিক অ্যাশেজ সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সাবেক এই ইংলিশ অলরাউন্ডার বলছেন, আগামী বিশ্বকাপের পর ইংল্যান্ডের কোচ হতে চান তিনি।
২০০৯ সালের পর ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছিলেন। মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়া ফ্লিনটফের স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় লেগেছিল। মাঝে বক্সিং রিংয়েও দেখা গেছে তাঁকে!
ইংল্যান্ডের বর্তমান কোচ ট্রেভর বেয়লিস ২০১৯ সালের বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা কিছুদিন আগেই দিয়েছে। ফ্লিনটফ বলছেন, বোর্ড চাইলে তিনি বেয়লিসের উত্তরসূরি হতে চান, “আমি মন থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছি। ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করার ইচ্ছাটা আগেই ছিল। এখনকার কোচ যেদিন বিদায় নেবেন, তারপর আমি প্রস্তাব দেবো। যদি বোর্ড চায় তাহলে অবশ্যই দায়িত্বটা নিতে চাই।”
নিজে মানসিক বিষণ্ণতায় ভুগে খেলা ছেড়েছেন। কোচ হলে কৌশলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিক ব্যাপারটাও নজরে রাখবেন ফ্লিনটফ, “শুধু মাঠের খেলা নয়, ক্রিকেটারদের সব ব্যাপারেই খেয়াল রাখতে চাই। পেছনে ফিরে তাকালে মনে হয়, খেলা ছাড়াও মানসিক ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল আমার।”