দুই সিরিজের মাঝে আরও বিশ্রাম চান ওয়ার্নার
সেই অ্যাশেজ থেকে শুরু। প্রায় চার মাস ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দম ফেলবার জো নেই। অ্যাশেজের পর ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া, সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। লম্বা এই ক্রিকেটসূচিতে স্বাভাবিকভাবেই ক্লান্ত দলের ক্রিকেটাররা। দুই সিরিজের মাঝে বিশ্রামের জন্য তাই আরও বেশি সময় চাইছেন ডেভিড ওয়ার্নার।
টানা ক্রিকেট খেলায় দলের বেশ কয়েকজন সদস্য শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন বলেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। ক্লান্তিটা যে খুব ভালোভাবেই জেঁকে বসেছিল, সেটা জানালেন ওয়ার্নারও, ‘শেষ অ্যাশেজ টেস্ট থেকে প্রথম ওয়ানডের মাঝের বিরতিটা খুবই কম ছিল। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই আবার ত্রিদেশীয় সিরিজ। অনেকেই একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। ইংল্যান্ডের মাত্র ৪ জন ক্রিকেটার তিন ফর্মেই খেলছে। চাইলে তো বিগ ব্যাশ থেকে ক্রিকেটার নিয়ে টি-টোয়েন্টি দল গড়া যেত, সেখানে তো দারুণ কিছু উদীয়মান ক্রিকেটার উঠে আসছে। পুরো ব্যাপারটা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেবে দেখা উচিত।’
গত বছর টেস্ট থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব। বিরাট কোহলিও ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে সিরিজে বিশ্রামে ছিলেন। ওয়ার্নার অবশ্য স্বেচ্ছায় বিশ্রাম নেওয়ার পক্ষপাতী নন, ‘যত ক্লান্তিই আসুক, আমরা নিজ থেকে কখনোই বলব না যে বিশ্রাম দরকার। দেশের হয়ে খেলার যে স্বপ্ন আমরা সবাই দেখতাম, সেটা পূর্ণ হয়েছে। এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কেউই, হোক না সেটা এক ম্যাচ!’