• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    বাংলাদেশে ফিরে 'রোমাঞ্চিত' হাথুরু

    বাংলাদেশে ফিরে 'রোমাঞ্চিত' হাথুরু    

    দুই মাস আগেও ছিলেন বাংলাদেশের কোচ। বেশ কয়েকদিনের নাটক শেষে দায়িত্ব ছেড়ে হয়েছেন শ্রীলংকা জাতীয় দলের কোচ। কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের যাত্রা শুরু হচ্ছে সেই বাংলাদেশের মাটিতেই। ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় এসে হাথুরু বলছেন, এখানে ফিরে দারুণ 'রোমাঞ্চিত'ই তিনি। 

     

     

    সময়টা খুব ভালো যাচ্ছে না শ্রীলংকার। ভারতের সঙ্গে শেষ সফরে হারতে হয়েছে সব ফরম্যাটের সিরিজই। হাথুরুরও ধারণা, ত্রিদেশীয় সিরিজে তার দলের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে , 'বাংলাদেশে ফিরে আমি রোমাঞ্চিত। সিরিজটির দিকে তাকিয়ে আছি। নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। একই সঙ্গে নতুন দল ও এই দলের যা স্কিল আছে, সেসব নিয়েও আমি রোমাঞ্চিত। দেশে খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সেটি নিয়েও আমি রোমাঞ্চিত। আমাদের জন্য সিরিজটি হবে চ্যালেঞ্জিং। বাংলাদেশ দেশের মাটিতে দারুণ লড়াকু।' 

    প্রায় সাড়ে তিন বছর সাকিব-মুশফিকদের কোচ ছিলেন। সেই হিসেবে এই বাংলাদেশকে খুব ভালোভাবেই চেনেন হাথুরুসিংহে। তবে এক্ষেত্রে হাথুরুর কন্ঠেও হিথ স্ট্রিকের মতোই সুর, 'এই যুগে তথ্য পাওয়া খুব কঠিন কিছু না। ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো কাজ আরও সহজ করে দিয়েছে। অনেক শ্রীলঙ্কান ক্রিকেটারও এখানে খেলে। তারা সবাই পরস্পরকে খুব ভালোভাবে জানে। যথেষ্ট তথ্য সহজই পাওয়া যায়। বাড়তি সুবিধা তাই খুব বেশি নেই। বাংলাদেশের ক্রিকেটাররাও জানে আমি কিভাবে পরিকল্পনা করি, আমার ভাবনা কেমন। সেদিক থেকে খুব বেশি বাড়তি সুবিধা নেই।' 

    ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন কাজ, মানছেন হাথুরু, 'দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল। গত আড়াই বছরে একটি ছাড়া আমরা আর সিরিজ হারিনি। ‘আমরা’ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশকে। ওরা ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে। তারা নিজেদের ভূমিকা ও ম্যাচ পরিকল্পনা খুব ভালো করে জানে। সেদিক থেকে প্রতিপক্ষের জন্য এখানে খেলা অনেক চ্যালেঞ্জিং।' 

    অনেক জলঘোলা করে দায়িত্ব ছেড়েছেন। বাংলাদেশ এখনও নতুন কোনো কোচকে দায়িত্ব দেয়নি। এর আগে বলেছিলেন, এই দলকে তার আর দেওয়ার মতো কিছু ছিল না। এবার বললেন, এভাবে হুট করে দায়িত্ব ছাড়ায় বাংলাদেশ কোনও 'বিপদে' পড়েনি, 'আমার যাওয়াতে বাংলাদেশ বিপদে পড়েছে, আমি তা মনে করি না। নাহলে চলে যেতাম না। দূর্ভাগ্যজনকভাবে আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কিভাবে "ডিল" করেছি, সেটি নিয়ে বিস্তারিত বা অতো গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করব না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।'