• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    'হাথুরু মিরাকল ঘটাতে পারবেন না'

    'হাথুরু মিরাকল ঘটাতে পারবেন না'    

    জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তিনিই আশার প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন। জয়টা হাতের নাগালে থাকলেও মারতে গিয়ে আউট হয়েছিল থিসারা পেরেরা, ম্যাচটা সেখানেই হেরে গিয়েছিল শ্রীলংকা। আজও সব হারিয়েও যেন পেরেরার দিকেই তাকিয়ে ছিল শ্রীলংকা। সাকিবকে টানা চার বলে বাউন্ডারি মারার পরের বলেই ফিরেছেন ম্যাচ শেষ না করেই। বাংলাদেশের কাছে ১৬৩ রানের বিশাল পরাজয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠাই অনিশ্চিত হয়ে পড়েছে লংকানদের। পেরেরার দুই হতাশার দিনে তাদের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও হারলেন দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই। শ্রীলঙ্কার খারাপ সময়টা যেন কাটছেই না! পেরেরা বলছেন, নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের থেকে কোনো ‘মিরাকল’ আশা করা উচিত নয়।

     সাম্প্রতিক সময়ে শ্রীলংকার দুরবস্থা দূর হবে হাথুরুতেই, এই বিশ্বাস নিয়েই তাঁকে নিয়োগ দিয়েছিল বোর্ড।  পেরেরা অবশ্য বলছেন, কোচের আরও সময় দরকার, ‘হাথুরু বিশ্বের সেরা কোচদের একজন, তাকে পাওয়া আমাদের জন্য ভালো সুযোগ। ২০১১-১২ সালে তার সাথে কাজ করেছি 'এ' দলের হয়ে। তার সময় দরকার। মিরাকল আশা করা ঠিক নয় নতুন কোচের কাছ থেকে। সময় গড়ালেই ফলাফল আসবে।’

     ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগেই বাংলাদেশের চেয়ে অনেক পেছনে ছিল শ্রীলংকা। জয়ের পুরো কৃতিত্বটা তাই বাংলাদেশকেই দিচ্ছেন পেরেরা, ‘ক্রিকেটে এমন হয়। এই ম্যাচে আমাদের কোনো পরিকল্পনা কাজ করেনি। ৩০০ রানের পিচ ছিল আজ, আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। এদিকে দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসা ম্যাথিউসও নেই। এটা অনেক বড় ধাক্কা ছিল দলের জন্য।’

    পরপর দুই ম্যাচ হেরে ফাইনালে ওঠাই এখন হুমকির মুখে। পেরেরা অবশ্য আশা ছাড়তে নারাজ, ‘পরের দুই ম্যাচ জিততেই হবে। হার মেনে দমে যাওয়ার দল আমরা নই। খেলায় এরকম হয়, পরের দুই ম্যাচ জিতেই আমরা ফিরে আসবো।’

    আগের সিরিজে তিনি অধিনায়ক ছিলেন, হাথুরুসিংহে আসার পর নতুন অধিনায়ক করেছেন ম্যাথিউসকে। তবে সেটা নিয়ে তেমন কিছু ভাবছেন না পেরেরা। তার মতে, পারফর্ম করতে হবে- মূল কথা এটাই।